নাটকের কাজ করে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি-নিঝুম রুবিনা

চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ২০১৩ সালে ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক তার। বর্তমানে ছোটপর্দার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং করছেন। তার একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। নিজের কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন সাম্প্রতিক দেশকালের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ তারেক

চিত্রনায়িকা নিঝুম রুবিনা। 

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

বর্তমানে নাটকের কাজ বেশি করা হচ্ছে। দুটো ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছি। ধারাবাহিকভাবে খণ্ড নাটকের কাজ করছি। সৈয়দ অমির দুটো মিউজিক্যাল ফিল্মের কাজ শেষ করেছি। শেষ হয়েছে ‘বন্ধু তুই আমার’ ছবির শুটিং। গানের শুটিং বাকি আছে। বলা যায়, নতুন বছর ব্যস্ততায় শুরু হয়েছে। এর মধ্যে সিনেমা এরপর নাটক, মিউজিক্যাল ফিল্মের কাজ করলাম। সব মিলিয়ে শুটিংয়েই ব্যস্ত সময় কাটছে। এর পাশাপাশি ঈদের নাটকের প্রস্তুতি নিচ্ছি।

চিত্রনায়িকা নিঝুম রুবিনা। 

গত কয়েক বছর ধরে নাটকে নিয়মিত কাজ করছেন। এর কারণ কী?

আমি ইদানীং নাটকে ফোকাস করছি। সিনেমার জন্য মরিয়া নই। দেখা যায়, সিনেমার কাজ শেষ হতে অনেক সময় লেগে যায়। কষ্ট করে কাজ করার পর সেটি যদি দর্শক দেখতেই না পারে, তখন খারাপ লাগে। নাটকে এমনটি হয় না। কাজ করার পর অল্প কিছুদিনের মধ্যে সেটি প্রচার হয়। কয়েক বছর বসে থাকতে হয় না। সবকিছু ভেবে নাটকেই কাজ করা হচ্ছে। তবে সিনেমাও তো করছি। দর্শক আমাকে ফিল্মের নায়িকা হিসেবে চেনে। নিয়মিত পর্দায় দেখতে চায়। তাই তাদের চাওয়ার প্রতি সম্মান রেখে নাটকের কাজ করছি। যাতে দর্শক আমাকে পর্দায় দেখতে পায়। তা ছাড়া নাটকের কাজ করে ভালো প্রতিক্রিয়াও পাচ্ছি।

চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

আপনার অন্যান্য সিনেমার কী খবর?

তিনটি সিনেমা প্রায় শেষ পর্যায়ে। সেগুলো হলো ‘বেসামাল’, ‘জানরে’ ও ‘সংসার’। সিনেমাগুলোর কিছু প্যাচওয়ার্ক বাকি। সেগুলো শেষ করে শিগগির মুক্তি পাবে বলে আশা করছি।

চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

আপনার সমসাময়িক অভিনয়শিল্পীদের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আপনাকে কবে দেখা যাবে? 

আমার কাছে ওয়েব কনটেন্টের প্রস্তাব হরহামেশা আসছে। গল্প ও চরিত্র পছন্দ হয় না। আমি কখনো খোলামেলা কাজ করিনি। ভবিষ্যতেও করব না। সম্মানের সঙ্গে কাজ করছি। তাই সব ধরনের চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। আমি এমন কাজ করছি যা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। আড়ালে বসে লুকিয়ে দেখার কাজ করতে চাই না। অর্থাৎ, যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে ওয়েবের কাজ করব। 

চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

অন্য প্রসঙ্গে আসি, অভিনয় জগতের বাসিন্দাদের বইমেলা এলে লেখক রূপে আত্মপ্রকাশ করতে দেখা যায়। আপনাকে এ ভূমিকায় দেখা যাবে?

যাদের প্রতিভা আছে তারা বই প্রকাশ করছে। বই লিখতে হলে অন্যরকম মেধা থাকতে হয়। ভালো লাগে দেখতে। আমি কখনো এ ব্যাপারে ভাবিনি। তাই এখন বলা সম্ভব নয় আদৌ লেখিকা রূপে আত্মপ্রকাশ করা হবে কি না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //