সড়কে দাঁড়িয়ে ইফতার বিক্রি করছেন মাহি

প্রথম রমজানেই নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আজ শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে ‘রেস্টুরেন্ট ফারিশতা’–এর সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিক্রির দৃশ্য দেখান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী রকিব সরকার। 

গত বছর রেস্টুরেন্ট ব্যবসায় নামেন মাহি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপাড়া বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। গত বছরও মাহিকে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিক্রি তদারকি করতে দেখা গিয়েছিল। 

রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি ইফতার সামগ্রী বিক্রি দেখান। বিভিন্ন সামগ্রীর বর্ণনা দেন। একপর্যায়ে স্বামী রকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, এবার তুমি কিছু বলো।

রমজানের শুভেচ্ছা জানিয়ে রকিব সরকার বলেন, গত বছরের মতো এ বছরও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহি। যদিও গ্রেপ্তারের দিনেই জামিন পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। বাসন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তাঁর স্বামীকে আসামি করে এ মামলা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //