গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এমনিতেই জন্মদিনের উদযাপন খুব একটা করেন না তিনি। তবে এবার বোন ও ভগ্নিপতির ইচ্ছাতে ইফতারের পর পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন বাংলাদেশের এই সুপারহিট নায়ক।
জন্মদিনে দুই সন্তানই ছিল শাকিব খানের সঙ্গে। বড় ছেলে আব্রাহাম খান জয় বাবাকে শুনিয়েছে জন্মদিনের গান আর ছোট ছেলে শেহজাদ খান বীর বাবার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত ছিল।
বাবা শাকিবের জন্য জয়ের নিয়ে আসা কেকের মধ্যে লেখা ছিল, হ্যাপি বার্থ ডে মাই কিং পাপা। অন্যদিকে, বীর এসেছিল হ্যাপি বার্থ ডে বাবা। লাভ ইউ সো মাচ লেখা একটা বিশাল কেক নিয়ে।
ছবিটি পোস্ট করে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।
ছবিটি পোস্ট করে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।
বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী জামাও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন। উদ্যাপনের মুহূর্তের কয়েকটি ছবি বুধবার সকালে জয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, দেরিতে আপলোড করা হলো। তুমি আমার সুপারহিরো, তুমি আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি বাবা। শুভ জন্মদিন আমার কিং বাবা।
এদিকে শাকিব খানের জন্মদিনে তাঁর ভক্ত-অনুরাগীরা প্রিয় নায়কের সঙ্গে তোলা ছবি শেয়ার করে শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও।
আজ বুধবার (২৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব খান লিখেছেন, আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।
আগামী ঈদে শাকিব খানের দুটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি তপু খান পরিচালিত ‘লিডার; আমিই বাংলাদেশ’, অন্যটি বদিউল আলম পরিচালিতর আগুন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh