সারা বছর আলোচনা সমালোচনায় থাকেন ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের বিষয়াদি শেয়ার করেন। এতে অনেক সময় হোন সমালোচিত কখনো প্রশংসাও কুড়ান। সুদর্শনী এ নায়িকার ভক্ত অনুসারীর সংখ্যাও অনেক।
সম্প্রতি হেলিকপ্টারে প্রথমবার ছেলে কোলে নিয়ে বাবার বাড়ি গেছেন এ নায়িকা। ছোট্ট ছেলে রাজ্যও প্রথমবার গেছে মামাবাড়ি। ছেলেকে প্রচণ্ড কেয়ার নেন পরীমণি । ছেলের জন্য অনেক ত্যাগও করেন তিনি। বর্তমানে মোবাইল ফোনটাও পাশে রাখেন না। এ নিয়ে নিজস্ব ফেসবুক টাইমলাইনে আজ সোমবার (১০ এপ্রিল) একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।
তাই হয়তো সবসময় সব ফোনকল এটেন্ড করতে পারি না যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার।
আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন।
থ্যাংক ইউ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh