ইংরেজি বলায় ট্রল: যা বললেন অনন্ত জলিল

ঢালিউডের অন্যতম নায়ক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয় কিছুদিন পর পর। অভিনয়, মন্তব্য ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে সমালোচনার শীর্ষে থাকেন এ অভিনেতা। তবে কোনো সমালোচনাকে পাত্তা দেন না তিনি। এবার ইংরেজি বলায় ট্রল নিয়ে মুখ খুললেন তিনি।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের এক বেসরকারি টিভি চ্যানেলে ঈদের বিশেষ টক শো ‘ঈদ কার্ণিভাল’ এসেছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। সেখানে তিনি নিজের সিনেমায় অভিনয়, প্রযোজনাসহ আরও নানান বিষয়ে আলাপ করেন।

অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়, ইংরেজি বলা নিয়ে মানুষ নানাভাবেই ট্রল করে আপনাকে। বিষয়টি কেন? 

প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন বোধহয় এই বিষয়টি নেই। এটা প্রথম দিকে ছিল। কারণ, ধরেন আমি ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত ম্যানচেস্টারে বিবিএ করেছি। ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি। আমার কোম্পানি তো সেই ১৯৯৬ থেকেই ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা করে। এখন আমার যে কথা বলার স্টাইল ছিল তা এখনকার যুগে এসে মিলে গেছে।’

তিনি আরও বলেন, ‘মানে বোঝাতে চাচ্ছি তখন যেভাবে ইংরেজি বলতাম ঠিকভাবে কেউ বুঝতো না। এমনকি আমার বন্ধু-বান্ধবরাও খোঁচা মেরে বলত, আরে ইংল্যান্ডে গিয়ে কি সব ইংরেজি বলা শুরু করছিস। এখন বাইরের দেশে সবাই যেভাবে ইংরেজি বলে আমিও কি সেভাবে বলতে পারি কিংবা বলব। এটা তো আমার ভাষা না। আমি একটা ভাষা শিখে কথা বলছি। এখন আসলে আমার কথা কে কীভাবে নিচ্ছে সেটাই হচ্ছে বিষয়। ইন্টারনেটের যুগে এখন ঠিক সবই ঠিক আছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //