কিছুদিন যাবৎ শাকিব-বুবলীর দাম্পত্য জীবনের কলাহোল নিয়ে বেশ উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। একে অপরকে নিয়ে করছে নানা মন্তব্য। শাকিব বুবলীকে অস্বিকার করছে,বুবলী শাকিবের স্ত্রীর দাবি করছে।
সম্প্রতি বুবলীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে কিনা সেই বিষয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘বুবলী প্রমাণ করুক সে আমার স্ত্রী।’
বুবলীর অভিযোগ বিয়ের কথা গোপন করে আপনি তার সঙ্গে সম্পর্ক করেছেন- এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, তার (বুবলী) এ অভিযোগ একদম মিথ্যা। সবাই জানে আমার ও অপুর বিয়ের কথা, অথচ সে জানে না- এটি চরম মিথ্যা ছাড়া আর কী হতে পারে। এ নিয়ে তখন তো অপু তাকে গালাগালও করেছে। একজন লোকের বিয়ে করা বউ থাকার পরও কী সে আরেকটি বিয়ে করতে পারে। বুবলী তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টাই চালিয়ে যাচ্ছে। আবারো বলছি- প্রমাণ করে দিক সে আমার স্ত্রী। বুবলী এখন আমার স্ত্রী নয়, এ কথা আমি আর কতবার বলব।
তিনি আরও বলেন, সেটা সে-ই বলুক, সে যখন এখনো নিজেকে আমার স্ত্রী দাবি করছে, তাহলে সে-ই প্রমাণ করে দিক বিষয়টি।
সম্পর্কের অবনতির বিষয়ে শাকিব খান বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম; কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল; যা মিডিয়াসহ সবাই জানে।’
শেহজাদের জন্মের কথা গোপন রেখেছিলেন কেন? প্রশ্নের জবাবে শাকিব বলেন, দেখুন, পার্সোনাল বিষয়কে আমি কখনো ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে চাই না। তাই কাউকে কিছু বলিনি; কিন্তু বুবলীকে তো কাউকে বলতে বারণ করিনি। সে কেন তখন এ নিয়ে কিছু বলল না।
বুবলী ক্রিটিক্যাল মাইন্ডের উল্লেখ করে তিনি আরও বলেন, গত বছর ২৭ সেপ্টেম্বর আমার ছেলে জয়ের জন্মদিনে তার বেবিবাম্পের ছবি প্রকাশ করে আমাকে বিব্রত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করল। একই সঙ্গে নানাজনের সঙ্গে তার অবৈধ সম্পর্কের স্ক্যান্ডাল চাপা দিতেই সে তখন হুট করে তার বেবিবাম্পের ছবি প্রকাশ করে বসল। তার মনে যদি কোনো দুষ্টবুদ্ধি না থাকত তাহলে সে তো আগেই এ ছবি প্রকাশ্যে আনতে পারত। এখন আবার কোন স্বার্থ হাসিল করতে আমার সঙ্গে সম্পর্কের কথা তুলে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান অপু বিশ্বাস শবনম বুবলী বিয়ে বিচ্ছেদ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh