‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পিয়ারী বেগম আর নেই

দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরার নিজ বাসায় তার মৃত্যু হয়। এসময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। পিয়ারী বেগমের একমাত্র সন্তান রাবিউল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মাসে তার মা অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসক জানান তার মায়ের হার্ট দুর্বল ছিল। তারপর বাসায় নিয়ে গিয়ে ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন। রাবিউল আরও জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরে বাদ এশা জানাজা অনুষ্ঠিত হবে।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, পিয়ারী বেগম বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর  অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ১৯৫৬ সালের ৩ আগস্ট ছবিটি মুক্তি পায়। ছবিটির পরিচালক আবদুল জব্বার খান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //