এক সময়ের ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। গোপনে ঘর বাঁধেন এই যুগল। এরপর বিচ্ছেদ। দীর্ঘদিন আলাদা ছিলেন তারা।
নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব-অপু। গুঞ্জন, আবার একসঙ্গে হচ্ছেন তারা। গণমাধ্যমে কথা বলেছেন অপু। অভিনেত্রী জানান, 'শুধু স্বামী (শাকিব) নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই'।
জানা গেছে, ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিস হয়। শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। সেই সালিসের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নতুন আলোচনা। তবে কি ডিভোর্স হয়নি শাকিব-অপুর? এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। ’
কিন্তু আপনি তো সেদিন উপস্থিত ছিলেন। আপনার মুখ থেকে শুনতে চাই বললে অপু বিশ্বাস বলেন, ‘এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব। ’
কিছুদিন আগে সাবেক এই তারকা জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন। যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনো ‘শাকিবের বৈধ বউ’ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, শাকিব-অপুর এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান অপু বিশ্বাস অভিনেত্রী ঢালিউড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh