চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা বুবলী তাদের ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন। বীর এর স্কুলে যাওয়ার প্রথম দিনে মা বুবলীর সঙ্গে ছিলেন বাবা শকিব খানও।
এর আগে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা বুবলীর সম্পর্কের টানাপোড়েনের কথা সবারই জানা। কিছুদিন আগেও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ তোলেন। এর মাঝেই আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কয়েকটি ছবি পোস্ট করেন বুবলি। এবং লেখেন.....
আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারন আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন..
এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!
অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!
সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান শবনম বুবলী শেহজাদ খান বীর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh