প্রভার পর পরীমণিকে আইনি নোটিশ

পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডির’ বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে তা বন্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে সিরিজটির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধেও আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। প্রায় একযুগ আগে প্রভার একটি ঘনিষ্ঠ ভিডিও ফাঁস হয়েছিলো নেট দুনিয়ায়, সেই ঘটনাটির জেরে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন জয়নাল আবেদীন মাযহারী।

স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার, জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে নোটিশটি পাঠানো হয়েছিলো। সাত দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছিলেন জয়নাল আবেদীন মাযহারী।

লিগ্যাল নোটিশে আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী লিখেছিলেন, আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা। আপনার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতুতে বিপদগামী করবে, তাই জনস্বার্থে এবং নিজে সংক্ষুব্ধ হয়ে আপনাকে লিগ্যাল নোটিশ প্রদান করলাম।

তিনি আরও লিখেন, আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি। তার এমন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী-পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে। তাই অভিনেত্রী প্রভাকে এ নোটিশ দেওয়া। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তিনি যদি জবাব না দেন, জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে প্রভাকে নোটিশ পাঠানোর ছয় মাসের মাথায় পরীমণির ওয়েব সিরিজ প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিলেন জয়নাল আবেদীন মাযহারী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //