স্বপ্ন পূরণের পথে অনন্যা

আগামী ২০ অক্টোবর জাপানে মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজানা ইয়াসমিন অনন্যা। এর আগে ৯ অক্টোবর তিনি বাংলাদেশ ছাড়বেন বলে জানান। এ সুন্দরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এবার জাপান যাচ্ছেন তিনি।

ফারজানা ইয়াসমিন অনন্যা

অনন্যা বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব এটা আমার ছোটবেলার স্বপ্ন। অবশেষে আমার সেই স্বপ্নপূরণ হচ্ছে। এই স্বপ্ন পূরণ করার জন্য আমি দ্বিতীয়বারের মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এবার এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। সবার দোয়া ও ভালোবাসাকে সঙ্গী করে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’

ফারজানা ইয়াসমিন অনন্যা

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতায় অনন্যা প্রথম রানার্স আপ হয়েছিলেন। তবে এখনো শোবিজে নাটক-সিনেমায় তাকে দেখা যায়নি। কিন্তু কেন? তার ভাষ্য, ‘আমি এতদিন কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত ছিলাম। করোনার সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম। সবাই যখন ঘরবন্দি, ঠিক তখনই ঘর ছেড়ে অসহায় মানুষের পাশে ছুটে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি। একই সঙ্গে আমার পড়াশোনাও করছি। যার কারণে ইচ্ছে থাকলেও নাটক-সিনেমায় সময় দিতে পারিনি। তবে সম্প্রতি ওটিটির কাজের বিষয়ে কিছু কথা হয়েছে। জাপান থেকে ফিরে এসে সে কাজ নিয়ে ফাইনাল কথা বলব।’

ফারজানা ইয়াসমিন অনন্যা

এ গ্ল্যামারকন্যা ছাত্ররাজনীতির সঙ্গেও জড়িত আছেন বলে জানান। নিজের শোবিজের কাজের পাশাপাশি রাজনীতিতেও এগিয়ে যেতে চান বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //