এবার প্রকাশ্যে শাকিব খান-সোনাল চৌহান

'দরদ' সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। এই সিনেমার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন শাকিব খান। 

গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা গেছে। এ সময় সিনেমার পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপু প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, 'সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। "দরদ" তেমনই একটি প্রজেক্ট।'

শাকিব খান বলেন, 'এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।' 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২৭ অক্টোবর থেকে ভারতে সাইকো থ্রিলার গল্পের ছবি 'দরদ' সিনেমার শুটিং শুরু হবে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //