ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
আজ শনিবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে মামুন লেখেন, এপ্রিলের ডেট কনফার্ম। সিনেমা যদি মুম্বাইয়ের প্রোডাকশন হাউজের, আর বাজেট যদি ৪০ কোটি রুপি হয়! শাকিব ভাই আপনাকে দিয়ে সব সম্ভব, গল্প লেখার কাজ শুরু। শেষে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন এ নির্মাতা।
এদিকে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন শাকিব খান।
এর আগে গত ২৭ অক্টোবর ভারতের বারাণসী থেকে শুটিং শুরু করেছে ‘দরদ’ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমাটি। এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢালিউড কিং শাকিব খান অনন্য মামুন ‘দরদ’ সিনেমা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh