কিছুদিন আগে ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় আলোচনায় আসে অশ্লীল ভিডিও চ্যাটিং অ্যাপ ‘বিগো লাইভ’।
এদিকে, হিমুর মৃত্যুর পর যখন বিগো লাইভ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয় এই অশ্লীল প্লার্টফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। পাশপাশি লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।
বিষয়টি নিয়ে আরটিভির সঙ্গে কথা হলে ওমর সানী বলেন, যারা এইসব খবর ছড়াচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন। মৌসুমীর কখনোই বিগো আইডি ছিল না এখনও নেই। তবে হ্যাঁ, ওর টিকটক ও লাইকি আইডি আছে। সুতরাং যে ব্যক্তিরা এইসব মিথ্যা কথা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh