নিজের গল্পে কুসুম শিকদার

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে ভেসে উঠছে নন্দিত অভিনেত্রী কুসুম শিকদারের আবেদনময়ী ছবি; যা দর্শক ভক্তদের মাঝে ছড়িয়ে যাচ্ছে মুগ্ধতার রেশ। শুধু স্থিরচিত্রে নয়, দর্শক কুসুমকে দেখার সুযোগ পাবে বড়পর্দায়ও। আসছে বছর মুক্তি পাচ্ছে তার পরিচালিত ছবি ‘শরতের জবা’। নিজের প্রোডাকশন হাউস পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী।

কুসুম পরিচালনায় আসার পটভূমি ব্যাখ্যা করে বলেন, “কয়েক বছর আগে একটি দৈনিকের ঈদ সংখ্যায় ‘শরতের জবা’ গল্পটি ছাপা হয়। তখনই পাঠকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম। এর পর ২০২১ সালের একুশে গ্রন্থমেলায় ‘অজাগতিক ছায়া’ গ্রন্থে গল্পটি ফের প্রকাশ হয়। সে সময়ও পাঠকের অসম্ভব ভালো প্রতিক্রিয়া পেয়ে যাই। এদিকে প্রোডাকশন হাউস শুরু করার ইচ্ছা; অন্যদিকে এই গল্প। সবকিছু বিবেচনা করে এই গল্পটি বেছে নিলাম। গল্প, চিত্রনাট্য আমার লেখা। আমার মনে হয়েছে আমিই গল্পটি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারব। সেজন্যই পরিচালনায় এসেছি।”

নিজের পরিচালনায় অভিনয়ের কারণ জানতে চাইলে তিনি জানান, ‘আমি শুরুতে অভিনয় করতে চাইনি। ভয় পাচ্ছিলাম। ২০১৮ সালের কোরবানির ঈদে একটি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলাম। যাকেই চরিত্রটি করতে বলতাম সেই তো আমার সহকর্মী। কিছুটা সংশয়ে ছিলাম। তাই নিজেই অভিনয়ে নামলাম।’ 

কুসুম যোগ করলেন, ‘আমার দাদার বাড়িতে শুটিং হয়েছে। রেকি করেছি তিন বার। আমার টিমের অক্লান্ত পরিশ্রমে ছবিটি শেষ হয়েছে। আমার সঙ্গে পরিচালনায় ছিলেন সুমন ধর। ছবির শুটিং ও ডাবিং শেষ। এখন কালার গ্রেডিংয়ের কাজ চলছে।’

এ ছবিতে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিনজন অভিনেতা। তারা হলেন ইয়াশ রোহান, জিতু আহসান ও শহীদুল আলম সাচ্চু। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কুসুম বললেন, ‘তাদের নিয়ে কাজ করতে কোনো সমস্যা হয়নি। তারা প্রত্যেকেই ইতিবাচক ছিলেন। অনেক পরিশ্রম করেছি সবাই। আমরা ১৪ দিন কাজ করেছি। তার ১০ দিনই ২৪ ঘণ্টা কাজ করতে হয়েছে। আমি জানি না নিজে অন্যের কাজ এভাবে পারতাম কিনা। আমার সহশিল্পীরা আমাকে ভালোবাসে বলেই তারা এভাবে ছবির কাজ শেষ করেছে।’

উল্লেখ্য, কুসুম শিকদার ২০০২ সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হয়েছিলেন। বড়পর্দায় অভিষিক্ত হন ‘গহীনে শব্দ’ ছবির মাধ্যমে। যেটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর তিনি অভিনয় করেন ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ ছবিতে। এর মধ্যে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //