বাংলাদেশে ৪৪ সিনেমা হলে মুক্তি পেল জিতের ‘মানুষ’

দেশের ৪৪ হলে শুক্রবার (১৫ ডিসেম্বর) মুক্তি পেল বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ভারতীয় বাংলা সিনেমা ‘মানুষ’। এই সিনেমাটিতে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও অভিনয় করেছেন।

সিনেমাটি ভারতে মুক্তি পায় চলতি বছরের ২৪ নভেম্বর। ভারতের সঙ্গে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে গেল বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।

জিতের জিৎ ফিল্মস অ্যান্ড গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমা আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গেল সপ্তাহেই সিনেমাটির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পান বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।

অপরাধমূলক কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘মানুষ’ চলচ্চিত্র। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ। তিনি ও বিদ্যা সিনহা মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা প্রমুখ।  

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ভারতের পর বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি পাচ্ছে। আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন, বড় পর্দায় দেখে বলবেন কেমন লাগলো।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ডিসেম্বর চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। কলকাতা, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //