মাহির পা ধুইয়ে বরণ করে নিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা

প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উদ্যোমে মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় নেমেছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এবার তাকে পা ধুইয়ে বরণ করে নিলেন তার নির্বাচনী আসনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। সামাজিক মাধ্যমে এ খবর মাহি নিজেই জানিয়েছেন।


গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আদিবাসী ভাই বোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কি। ট্রাক ছাড়া আবার কি।

এর আগে প্রতীক পেয়ে মাহি বলেন, ‘পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //