মধ্যরাতে হাসপাতাল থেকে পরীমণির স্ট্যাটাস

ছেলে পদ্মকে নিয়ে ভারতের কলকাতায় রয়েছেন পরীমণি। রাস্তার পাশের এক দোকান থেকে খাবার খেয়ে অসুস্থ হন পরী-পদ্মসহ পাঁচজন। সবাই সুস্থ হয়ে উঠলেও সুস্থ হননি পদ্ম। উন্নত চিকিৎসার জন্য একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় যান এই অভিনেত্রী। এবার সেখান থেকেই এক বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। 

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। 

স্ট্যাটাসে পরী লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ 

এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী পরীমণি ও তার ছেলে পদ্মর কয়েকটি ছবি পোস্ট করে দীর্ঘ এক পোস্ট দেন চয়নিকা। সেখানে তিনি লিখেছেন, হাসপাতালে টানা সাতদিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্ম ও পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের সন্তানটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

তিনি আরও লিখেছেন, ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মর পথের সঙ্গী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়।’

সেই পোস্টে চয়নিকা আরও লিখেছেন, পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিউর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশির্বাদ তোমার আর পদ্মর জন্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //