ঢালিউডে অভিষেক ও কয়েকটি সিনেমা করার পর প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া ছেড়েছিলেন পূজা চেরি রায়। তবে লম্বা একটা বিরতির পর আবারও পুরোনো ঘরে ফিরছেন এই অভিনেত্রী।
তবে জানা গেছে, তিন বছর পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নতুন ছবিতে যুক্ত হচ্ছেন পূজা চেরি। প্রযোজক আব্দুল আজিজ সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করে বলেন, নতুন ছবির চিত্রনাট্য লিখেছি। গল্পটিও আমার। আর সেখানে পূজা চেরি অভিনয় করবেন।
এর আগে গুঞ্জন ছিল, নতুন সিনেমা নিয়ে টানাপোড়েনে জাজ মাল্টিমিডিয়া ছেড়েছিলেন পূজা চেরি। যদিও এই প্রযোজনা সংস্থা থেকেই যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রী পূজার।
আরও জানা গেছে, সিনেমাটিতে কোনো নায়ক থাকবে না। অর্থাৎ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পূজা। আব্দুল আজিজ বলেন, ছবিতে কোনো নায়ক থাকবে না। তবে আরও একটি নারী চরিত্র থাকবে। হয়তো একটি নতুন মুখ পেতে পারে ইন্ডাস্ট্রি।
তবে নতুন সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। নাম ঠিক না হওয়া পূজার নতুন এই ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন। যার শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নায়িকা হিসেবে ঢালিউডে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন পূজা। কাজ করেছেন টলিউডেও। পূজার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’। শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা চেরি। তবে সিয়ামের সঙ্গেই পূজার রসায়ন বেশি পছন্দ করেছে ঢালিউডের দর্শক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পুজা চেরি আজিজ জাজ মাল্টিমিডিয়া সিনেমা অভিনেত্রী
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh