আইনের সহযোগিতা নিবেন পূজা চেরি, কিন্তু কেন?

ঢাকার চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের।  আবার সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। সহজেই সেখানে ব্যক্তিগত ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন আপডেট জানান এ নায়িকা।

সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে সতর্কবার্তা হিসেবে পূজা চেরি লেখেন, কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব। 

সবশেষ তিনি লিখেছেন, আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না। ধন্যবাদ।

তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তারাও সোচ্চার হয়েছেন। ফলে প্রতারকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়ার জন্য মন্তব্যের ঘরে পরামর্শ দিয়েছেন তারা।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হয় পূজার। প্রতিষ্ঠানটি থেকে ‘দহন’, ‘পোড়ামন-২’ ও ‘নূর জাহান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //