পরীমনি। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার গ্ল্যামারকন্যা পরীমনির জন্মদিন আজ। জন্মদিনে এ অভিনেত্রী বরাবরই চমক দিয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়াতে পরীমনির ভক্তের সংখ্যা উল্লেখ করার মতো। সম্প্রতি ফেসবুকে ১৬ মিলিয়ন অনুসরণকারী হয়েছে তার। যা কিনা বাংলাদেশের অন্য তারকাদের তুলনায় তাকে এগিয়ে দিয়েছে।
এতদিন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের এই পরিমাণ অনুসারী ছিল। নায়িকা তাকেও ছাপিয়ে গেলেন।
তাই নিজের এবারের জন্মদিনে তিনি ভালোবাসা ছড়ালেন সেইসব অনুরাগীদের জন্য। বুধবার দিবাগত রাতে ‘১৬ মিলিয়ন’ লেখা কেক কাটলেন পরী। সঙ্গে ছিল তার পুত্র রাজ্য ও কন্যা প্রিয়ম। অন্যান্যবারের জন্মদিনের মতো এবার আয়োজনের জৌলুস ছিল না। উপস্থিত ছিলেন না খুব বেশি মানুষও। বলা চলে দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আবহেই কেটেছেন কেক। কিন্তু তার এই আয়োজনে মিশেছিল ১ কোটি ৬০ লাখেরও বেশি ভক্ত-অনুরাগীর ভালোবাসা।
এদিকে এই বিশেষ দিনটায় বিশেষ একজনকে মিস করেছেন পরী। তিনি হলেন তার নানা। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন এই নানা শামসুল হক গাজী। যাকে আঁকড়ে ধরেই অকালে বাবা-মাকে হারিয়ে বেড়ে উঠেছেন পরী। সেই নানাও চিরতরে না ফেরার দেশে চলে গেছেন গেল বছরের ২৪ নভেম্বর। সেই শোক আজও কাটেনি। জীবনের সকল আয়োজনে, আনন্দ-বেদনায় তাই পরীর স্মৃতিতে ফিরে ফিরে আসেন তার নানাভাই।
