ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের পর আজ থেকে শুরু
হয়েছে পাকিস্তানে শাকিব খানের ‘তুফান’। সেখানে ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায়
দেখা যাবে সিনেমাটি।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স, পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স প্রদর্শন হচ্ছে ‘তুফান’ সিনেমা। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দুতে ডাব করা হয়েছে।
পাকিস্তানে ‘তুফান’ সিনেমার মুক্তিতে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রিয়তমা সিনেমার মধ্যদিয়ে বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্বযাত্রা শুরু হয়েছে। ‘প্রিয়তমা’র গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। ‘রাজকুমার’–এর ক্ষেত্রেও তাই ঘটেছে। অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে ‘তুফান’ দেখছে এটি শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ।’
এক মাস ধরে পাকিস্তানের প্রেক্ষাগৃহের সামনে ‘তুফান’ সিনেমার
পোস্টার, শাকিবের কাটআউট এই নায়কের চোখ এড়ায়নি। ভিনদেশের মানুষদের এ ভালোবাসায় আপ্লুত
শাকিব।
চলতি বছর পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়
রায়হান রাফীর ‘তুফান’। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব
খান। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা,
মিশা সওদাগর প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh