বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত
সময় পার করছেন শাকিব খান। সবকিছুই ঠিকঠাক চলছিল। এর মধ্যে ঘটে অঘটন। শুটিং ফ্লোরের
একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিব খান। চোখের ঠিক ওপরে এই আঘাত লাগে বলে জানান পরিচালক
মেহেদী হাসান।
পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিবের ‘দরদ’ সিনেমা। এটি পরিচালনা
করেছেন অনন্য মামুন। সিনেমাটি শুরু থেকে জোর প্রচারনায় থাকলেও এরইমেধ্যে সেটি আর নেই
বলেই জানা যায়। আওয়াজহীন হয়ে পড়েছে এটি। ১৫ই নভেম্বর ‘দরদ’ মুক্তি দেবেন বলে জানান
নির্মাতা। কিন্তু এখন পর্যন্ত সিনেমার প্রধান অভিনেতা-অভিনেত্রী কাউকে মুক্তির প্রচারণায় দেখা যায়নি।
দরদের শুটিংয়ের সময় থেকে ভিন্ন ঘরানার প্রচারের কথা জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। ঈদ ছাড়াই উৎসবের আমেজ তৈরি করবে দরদ—এমন আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সিনেমা মুক্তির অল্প কদিন বাকি থাকলেও দুটি টিজার ছাড়া কিছুই সামনে আনতে পারেননি। ফলে দরদ নিয়ে তেমন কোনো আগ্রহ সৃষ্টি হয়নি দর্শকদের মধ্যে।
গত বছর শুরু হয়েছিল দরদের শুটিং। সে সময় জানানো হয়েছিল দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে পাঁচটি ভাষায়। টিজার প্রকাশ করা হবে বুর্জ খলিফায়। শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করে প্রকাশ করা হবে ট্রেলার। তবে ঘোষণার কিছুই বাস্তবে প্রতিফলিত না হওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্য মামুন।
‘দরদ’ সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খানের সঙ্গে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh