বিয়ে করলেন কেয়া

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া। বিয়ের খবরটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্টের মাধ্যমেও বিয়ের খবর জানান। সোশ্যার মিডিয়ায় সবার কাছে দোয়া চেয়ে জানান, তিনি বিয়ে করেছেন গতকাল ২৮ নভেম্বর।

কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটি হয়েছে। পরবর্তী সময়ে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’

মাত্র ১৪ বছর বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। সিনেমাটি নির্মাণ করেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া। কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh