সোমবার সকালে চুরির ঘটনা ঘটেছে চিত্রনায়ক ওমর সানীর বাসায়।
তিনি নিজেই এটি জানিয়েছেন। এরইমধ্যে এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। তার
বাসা থেকে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে।
ওমর সানী জানান, সোমবার (২ নভেম্বর) সকাল হাঁটতে বেরিয়েছিলেন
তিনি। মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন,
২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!
অভিযোগ জানাতে গতকালই ভাটারা থানায় উপস্থিত হন সানী। অজ্ঞাতনামা
চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং
ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে
এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ
২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল
ফোনটিও চুরি হয়েছে।’
অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায়
প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু
চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের
খুঁজে বের করা সম্ভব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ওমর সানী ভাটারা থানা ঢালিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh