বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম
ঢাকায় সিনেমার কিং শাকিব খান। তার সিনেমা মানেই এখন ভারতীয় নায়িকাদের চমক। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমায়ও সেটি ছিল। যেখানে শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। এর আগে ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে দারুণ সাড়া ফেলেন এই অভিনেতা।
তারই ধারাবাহিকতায় ‘বরবাদ’ সিনেমায়ও থাকছে ভারতীয় নায়িকার রসায়ন। তবে এবার টালিউডের নায়িকা নুসরাত জাহানকে দেখা যাবে তার সিনেমায়। ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন অভিনেত্রী। তিনি নিজেই এটি জানান।
নুসরাত জাহান
নায়িকার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’ এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত জাহান।
এদিকে ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। আর দেশে ফিরেই একঝাঁক তারকা শিল্পীর সঙ্গে উপভোগ করেছেন নায়কের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’।
ইধিকা পাল
নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন টালিউডের অভিনেত্রী ইধিকা পাল। এ নিয়ে তিনিও দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন খান সাহেবের সঙ্গে। আগামী মাসে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নুসরাত জাহান ইধিকা পাল ঢালিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh