জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে মিলিত হয়েছেন বিনোদন দুনিয়ার বড় বড় তারকারা।  গত ডিসেম্বর বসেছে উৎসবের চতুর্থ আসর। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশাল আনন্দের উপলক্ষ।

এই আয়োজনের লাল গালিচায় ইতোমধ্যে আলো ছড়িয়েছেনফাস্ট অ্যান্ড ফিউরিয়াসতারকা ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউডের আমির খান, কারিনা কাপুরসহ অনেকে।

কান ফিল্ম ফেস্টিভ্যালের আদলে সাজানো হয়েছে পুরো এলাকা। বিশ্বের নানা দেশের সিনেমা সংশ্লিষ্ট ৮০টির বেশি স্টল বসেছে ফ্যাস্টিভ্যালে। প্রতিটি স্টল তাদের নিজ নিজ দেশের সিনেমার নানা দিক নিয়ে প্রচারণা করছে দর্শণার্থীদের কাছে।

রোববার (আজ) লাল গালিচায় হাঁটার কথা রয়েছে বলিউড তারকা রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবীন চৌধুরীর। মাকাসুদুর রহমান পরিচালিতসাবানিয়ে এই আয়োজনে হাজির হয়েছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা। দিনই তার সিনেমা প্রদর্শিত হবে। সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দেবেন বাংলাদেশি এই তারকা।

এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন ড্যানিয়েল রহমে হাকিম জামা এবং পরিচালনা করেন জোমানা আল-রশিদ, রেড সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসেরি, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও এবং শিভানি পান্ডিয়া মালহোত্রা। উৎসবে ৮৫ দেশের ৪৯ ভাষার ১২২টি সিনেমা প্রদর্শন হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh