কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাংলাদেশেও ভালো পরিচিত।
যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। সর্বশেষ বাংলাদেশের ওয়েব সিনেমা ‘কলকাতা
ডায়েরিজ’-এ
তিনি অভিনয়িএ অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন নির্মাতা রাশেদ রাহা।
এবার নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হলেন শ্রিলেখা। নির্মাতা রাশিদ পলাশের ‘তরী’
সিনেমায় দেখা যাবে তাকে। তবে এ সিনেমাতে প্রথম নায়িকা হিসেবে যুক্ত ছিলেন ঋতুপর্ণা।
তিনি সিনেমার এক লটের শুটিংও শেষ করেছেন। কিন্তু এরমধ্যে তাকে বাদ দেবার খবর জানান
নির্মাতা।
ঋতুপর্ণাকে কেন বাতিল করা হলো? এমন প্রশ্নের জবাব সরাসরি
না দিলেও এটুকু জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন
তিনি। বলা দরকার, এ ক্ষেত্রে ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল
কারণে রয়েছেন নায়ক ও প্রাক্তন সংসদ সদস্য ফেরদৌস। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে
ছবিটির শুটিং ও মুক্তিতে কোনও প্রতিবন্ধকতা তৈরি হোক।
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি
ছিলো সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। তিনি বলেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত
করতে সম্প্রতি কলকাতায় শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত। তিনি সিনেমাটিতে কাজ করবেন চুড়ান্ত
করেছি।’
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির প্রথম ধাপের শুটিং
সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।
আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন
আনোয়ার, রেহনুমা। ২০২৫ সালে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শ্রীলেখা মিত্র ঋতুপর্ণা ঢালিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh