চলচ্চিত্র নির্মাতা সি বি জামান আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার একমাত্র ছেলে সি এফ জামান। রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি।
সি এফ জামান বলেন, ‘আব্বু গুরুতর অসুস্থ হয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। প্রথমে আমরা ভেবেছিলাম, স্ট্রোক করেছেন। পরে জানা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়।’
জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। সেখান থেকে উদ্ধারের পরে কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন। এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক।
প্রসঙ্গত, সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সি বি জামান চলচ্চিত্র নির্মাতা বিনোদন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh