সিনেমায় দীর্ঘ সময় ধরে নিজের আসন দখলে রেখেছেন ঢালিউড কিং শাকিব খান। তবে খেলার মাঠে সেটি হয়ে ওঠছেনা। একের পর এক হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে শাকিবের দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা ওঠেছে গত ৩০ ডিসেম্বর। এবারের আসরে নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে রয়েছেন শাকিব। শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের আলোচনা একটু বেশিই ছিল প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে ঢাকার প্রথম ম্যাচেও খেলোয়াড়দের ও ভক্তদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন এই তারকা।
৩০ ডিসেম্বর গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায় শাকিবের দল।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রানের লক্ষ্য
ছুঁড়ে দেয় দুর্বার রাজশাহীকে। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয়
রাজশাহী।
তৃতীয় ম্যাচেও ভরাডুবি দেখতে হয় ঢাকাকে। খুলনা টাইগার্সের
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে ২০ রানে পরাজিত হয় শাকিবের দল।
টানা তিন ম্যাচে হারের স্বাদ নেওয়ার পর চতুর্থ ম্যাচে ছয়
পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা। দলে যোগ দেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। কিন্তু চতুর্থ
দিনের পারফরম্যান্স হলো আরও বাজে। নতুন এই ফ্রাঞ্চাইজিকে টানা ৪ হারের স্বাদ দিয়ে এদিন
রংপুর রাইডার্স তুলে নিল তাদের পঞ্চম জয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান ঢাকা ক্যাপিটালস ঢালিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh