রাজ্জাকের জন্য ৭ দিনের ছুটি ঘোষনা

অবিশ্বাস্য হলেও এটি সত্য, নায়ক রাজ রাজ্জাকের সম্মানে ৭ দিনের ছুটি ঘোষনা করা হয়। যেটি বিশ্বের আর কোনো সিনেমা ইন্ড্রাস্ট্রিতে হয়নি। বর্ণঢ্য অভিনয়জীবনে রাজ্জাকের স্মরণীয় দিন ছিল ১০০ তম সিনেমার উৎসব। তা নিজেই জানিয়ে গেছেন নায়করাজ। সে সিনেমার মুক্তির সময়ে ঢালিউডে ৭দিন ছুটি ছিল।

এই ৭ দিন প্রযোজক, পরিচালক, শিল্পী, এফডিসি ও দর্শকের পক্ষ থেকে রাজ্জাককে শুভেচ্ছা জানানো হয়। এরই মধ্যে এফডিসিতে তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান হয়। সেখানে ওই সময়ের সব নায়কের স্বাক্ষরিত একটি স্মারক তাকে উপহার দেওয়া হয়। সম্প্রতি তার একটি পুরোনো ভিডিওত সাক্ষাতকার থেকে এটি জানা যায়।

পর্দার জনপ্রিয় জুটি রাজ্জাক-কবরী

সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘আমি একটা সময় চলচ্চিত্রে দিনরাত কাজ করেছি। যেমন কাজ করেছি তেমনই সন্মানও পেয়েছি। আমার সবচেয়ে স্মরণীয় দিন হল ১০০ তম সিনেমার রিলিজ উৎসব। কারণ, এজন্য আমাদের চলচ্চিত্র শিল্পীদের ৭ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ৭ দিন প্রযোজক, পরিচালক, শিল্পী, এফডিসি ও দর্শকের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়। এরই মধ্যে এফডিসিতে তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান হয়। সেখানে ওই সময়ের সব নায়কের স্বাক্ষরিত একটি স্মারক আমাকে উপহার দেওয়া হয়। সেটা আমার ঘরে আছে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে শততম সিনেমার সময় আমি চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের থেকে যে শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছি এর চেয়ে বড় পাওয়ার আমার জীবনে আর কিছু নেই।’

গত ২৩ জানুয়ারি ছিলো নায়করাজ রাজ্জাকের  জন্মদিন। তার পুরো নাম আব্দুর রাজ্জাক।  ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জের নাগতলায় জন্মগ্রহণ করেন তিনি।

সর্বশেষ ২০১৪ সালে ‘কার্তুজ’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান এই গুণী অভিনেতা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh