‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস প্রকাশ্যে

ছাত্র-জনতার গণআন্দোলন ঠেকাতে দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শোবিজের একদল শিল্পী। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সে গ্রুপের অন্যতম সমালোচিত নায়িকা অরুণা বিশ্বাস। যিনি গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢালতে বলেছিলেন।

৫ আগস্ট সরকার পতনের পর  অভিনেত্রী কানাডায় পাড়ি জমান। এরপর অনেকটাই নিশ্চুপ ছিলেন তিনি। ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে সম্প্রতি ফেসবুকে সক্রিয় অরুণা বিশ্বাস। তাকে দেখা গেল ‘আলো আসবেই’ গ্রুপে থাকা আরেক অভিনেত্রী সোহানা সাবার পোস্টের ঘরে।

মঙ্গলবার সোহানা সাবা অন্য একজনের পোস্ট শেয়ার করেন তার ফেসবুকে। যেখানে শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র একজন (নাম প্রকাশ করা হয়নি) শিল্পীকে নিয়ে সমালোচনা করা হয়। আর সেই পোস্টে এসে মন্তব্য করেন অরুণা বিশ্বাস।

তার কথায়, ‘এরা গিরগিটি, এরা ধান্দাবাজ। এরা নিজেদের লুকিয়ে আমাদের ভিতরে ঢুকে কাজ বাগিয়েছে, কোটি কোটি টাকার কাজ করেছে। চেহারা বদলে এখনও কাজ করছে। আমাদের বোকা বানিয়েছে, দালাল তো ওরা। ফ্যাসিস্ট ওরা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh