টিভি নাটক ও ওটিটি দুই মাধ্যমেই দর্শকের প্রশংসা কুড়ান এফ
এস নাঈম। এরমধ্যে নাম লেখেন সিনেমাতেও। এবার মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা
‘জলে জ্বলে তারা’। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি এটি
মুক্তি পাবে।
সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। এফ এস নাঈমের সঙ্গে এতে আরও দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।
নাঈম বলেন, ‘প্রথমবার
দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা
গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো
দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’
‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন
ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ
আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমূখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : এফ এস নাঈম মিথিলা ১৪ ফেব্রুয়ারি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh