বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
সবাই তাকে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী বলেন। তিনি হলেন আলমগীর। তবে আমাদের বাংলা চলচ্চিত্রের এ মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।
১৯৯৫ সালের ৩ মার্চ পবিত্র ঈদ-উল ফিতর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্যাদান’
নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ
তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শো'তে আসছেন। 'আমি আলমগীর' শীর্ষক এই শো'তে
নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে প্রথমেই তার
সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি।
এ প্রসঙ্গে আলমগীর বলেন, 'আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সন্মান জানাতে চাই।’
১৯৯২ সালের ৫ই এপ্রিল পবিত্র ঈদ-উল ফিতর এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সমর’
আজ রবিবার রাত আটটায় Eyes
On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব
চ্যানেলে শো'টির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে রাত আটটায় প্রচার
শুরু হবে তাঁর প্রথম পডকাস্ট 'আমি আলমগীর'।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আমি আলমগীর পডকাস্ট শো বিনোদন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh