Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১৫:১৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বইডাঙ্গা ইটভাটা নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপভ্যানের (ট্রাক) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন (২২) নিহত হন। এসময় ওই মোটরসাইকেল থাকা অপর আরোহী পারভেজ গুরুতর আহত হয়েছেন। 

নিহত ইকবাল হোসেন সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহত ইকবালের মামা মিলন হোসেন জানান, ইকবালের বাবা-মা ১৫-২০ দিন আগে ছেলের আবদার মেটাতে এনজিও থেকে লোন তুলে, পালসার মোটরসাইকেল কিনে দিয়েছে। আজ বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুর সাথে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে মধ্যে বইডাঙ্গা ব্রিজ পার হয়ে যাওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা আগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ইকবাল মারা যায় এবং তার বন্ধু পারভেজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. তানভীর হাসান বলেন, আমাদের কাছে খবর আসে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সাথে সাথে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং এখান থেকে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরেকজন গুরুতর আহত ছিল, স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

ঝিনাইদহ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুর রহমান বলেন, আমরা সংবাদ শোনার পর ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে এসে দেখতে পায় একটি পিকআপভ্যান (ট্রাক) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ঘটনাস্থলেই ইকবাল নামে একজন মারা গেছে। ট্র্যাকটি ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল পথে মধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ডাকবাংলা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলে ইকবাল ও তার বন্ধু পারভেজ দুজনে ঝিনাইদহে দিকে যাচ্ছিল, ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ইকবাল মারা যায় এবং তার বন্ধু গুরুতর আহত হন। আমরা ইতিমধ্যে ঘাতক ট্র্যাকটি আটক করেছি এবং লাশ পোস্টমটামের জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইন-আনুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫