চুয়াডাঙ্গায় ট্রাক কেড়ে নিলো যুবকের প্রাণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকচাপায় রবিউল হোসেন (৩৫) নামের এক ইজি বাইকচালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারী গ্রামের মরহুম মিরাজ বিশ্বাসের ছেলে।

আহত সাদিয়া খাতুন বিথি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজীপাড়ার সহিদুল ইসলামের মেয়ে ও দর্শনা ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং আইরিন খাতুন ওরপি একই গ্রামের মরহুম আমজাদ হোসেনের মেয়ে ও দর্শনা সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, রবিউল হোসেন তার ইজিবাইকে ওই দুই নারীকে নিয়ে দর্শনা থেকে দামুড়হুদা যাচ্ছিল। দর্শনা হঠাৎপাড়ায় পৌঁছলে জীবননগরগামী একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। ওই সময় চালক রবিউল ও দুই যাত্রী গুরুতর আহত হন। দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিইয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে বিথির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ওসি আরো জানান, ইজিবাইকটিকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //