সাপের ছোবলে একসঙ্গে ঘুমিয়ে থাকা দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নাগপাড়া গ্রামে সোমবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

এই দুই ভাই হলেন- ওই গ্রামের নবাব মণ্ডলের ছেলে শাহিন (৩০) ও সোহান (১০)। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শৈলকুপা উপজেলায় সাপের ছোবলে তিনজনের মৃত্যু হলো।

নাগপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ ঘরের একই খাটে ঘুমিয়ে ছিল দুই ভাই শাহিন ও সোহান। রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাদের ছোবল দেয়। পরে তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে। দ্রুত তাদের প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। 

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার শৈলকুপা উপজেলায় সাপের ছোবলে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ভোররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দিয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //