প্রধানমন্ত্রীর নোবেল ঠেকাতে আবরার হত্যা হতে পারে: মেয়র নাসির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ঠেকাতে ‘ষড়যন্ত্র’ হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেছেন, ‘শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে তো দুরভিসন্ধি থাকতে পারে। ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে। যাতে উনি নোবেল প্রাইজটা না পান।’

চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা এলাকার জনদুর্ভোগ নিয়ে গতকাল শনিবার দুপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র নাছির বলেন, ‘ঢাকায় আবরার হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা যারা করেছেন, তাদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না। তারা অতি উৎসাহী হয়ে করেছেন। এখন খুঁজে বের করতে হবে তাদের দিয়ে এ কাজটা কেউ করিয়েছেন কি না।’

আবরার হত্যা নিয়ে রাজনীতি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বুয়েটের ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। একটি চিহ্নিত গোষ্ঠী এ আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করাচ্ছে। এ আন্দোলনে শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা সম্পৃক্ত।’

চট্টগ্রামে জলাবদ্ধতা, যানজট ও পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলে জানান সিটি মেয়র।

তিনি বলেন, জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে- একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এসব জলাবদ্ধতার জন্য আমরাও অনেকাংশে দায়ী। চট্টগ্রামে এক সময় অনেকগুলো পুকুর ও দিঘি ছিল। কিন্তু কালের ব্যবধানে চট্টগ্রাম শহর থেকে পুকুর ও দিঘি হারিয়ে যাচ্ছে। খালগুলো দখল হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবায় ডোর টু ডোর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। এরপরেও নগরবাসী প্রতিনিয়ত নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ শহর আপনার আমার সবার। এ শহরকে যদি আমরা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেন খান, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, নিউমুরিং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মফিজুর রহমান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //