ট্রেন দুর্ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন দুর্ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। ট্রেনে নাশকতা অতীতেও হয়েছে। ট্রেন দুর্ঘটনা নাশকতা কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম মাঠে আজ শনিবার চারদিনব্যাপী আয়োজিত এক আয়কর মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সামর্থ্যবান প্রত্যেক মানুষের আয়কর দেয়া উচিত। এতে উপার্জিত টাকা হালাল থাকে। দেশকে উন্নয়ন করার জন্য আয়কর দিতে হবে। সরকারের নিকট থেকে সুবিধা নেব, আর আয়কর দেব না এটা কন্টাডিকটরি। বিশ্বের উন্নত দেশেগুলোতে আয়কর দেয়ার প্রতিযোগিতা চলে।’

তিনি বলেন, দেশের জনগণের আয়করের টাকা দিয়ে সরকার বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড করছে। আমরা আয়কর দিয়ে সরকারকে সহযোগিতা করব, সরকার করবে দেশের উন্নয়ন।

উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-২০ পঞ্চগড় আয়কর মেলার আয়োজন করেন।

রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //