সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানে আবারো অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ও সেনাবাহিনীর একটি দল গতকাল শুক্রবার রাতে এই অভিযান চালায়। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। 

তিনি বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের ১৩টি গোলা (আরপিজি গোলা) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এগুলো বিস্ফোরক বিশেষজ্ঞ দল ধ্বংস করেছে।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এর আগে গত বছর ৩ ফেব্রুয়ারি ওই বনে অভিযান চালিয়ে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে র‌্যাব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //