আল্লাহর দলের ৩ সদস্য আটক

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কুলচারা গ্রামের রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের কলম মন্ডল (৩৯) এবং ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের নুর ইসলাম (৩৮)।

শুক্রবার (২৯ নভেম্বর) র‌্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র কয়েকজন সক্রিয় সদস্য নাশতকা সৃষ্টির জন্য বৈঠক করেছে এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌঁশলে সাত থেকে আটজন পালিয়ে গেলেও তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুইটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামের তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকাসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //