চুয়েটের ৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারজন মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতর থেকে বৃহস্পতিবার সকালে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ জানুয়ারি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় চুয়েটের চারজনের নাম আছে। এরা হলেন- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রেলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা, পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বর্তমানে চুয়েটে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ইউজিসি দেশের বিশ্ববিদ্যালগুলোর স্নাতক পর্যায়ে অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //