সীতাকুন্ডে খাবার খেয়ে অসুস্থ ২৮ পুলিশ

চট্টগ্রামের সীতাকুন্ডে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষানবিশ ২৮ জন পুলিশ সদস্য। বর্তমানে তারা সীতাকুন্ডের বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের খাবারের পর থেকে কয়েকজনের পেটে সমস্যা দেখা দেয়। এরপর রাতের নিয়মিত খাবার রুটি এবং ডাল খাওয়ার পর পেট ব্যথার সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়। কারো কারো বমিও হয়। রাত ১১টার দিকে অসুস্থ ২৮ জনকে সীতাকুন্ডের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়। তারা সবাই চট্টগ্রামের হালিশহরের ছোটপুল পুলিশ লাইনে রিক্রুট পুলিশ কনস্টেবল।

পুলিশ লাইনের মেডিকেল ইনস্ট্রাক্টর মো. নাসির উদ্দিন বলেন, রাতে খাবারের পর সমস্যা দেখা দিলে পুলিশ সুপারের নির্দেশে সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়।’

তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে হাসপাতালটির ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার ফলে এই সমস্যা হতে পারে। দুপুর নাগাদ সবার অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং আর কোনো সমস্যা দেখা না গেলে বিকেলে তাদের ছেড়ে দেয়া হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //