নওগাঁয় পুলিশের পক্ষ থেকে ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে মহান মুক্তিযুদ্ধের ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে জেলা পুলিশের আয়োজনে আতাইকুলা গণকবরের পাশে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা ও শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, রানীনগর থানার ওসি জহুরুল ইসলাম, মিরাট ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রানীগগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে। তারা নিরীহ গ্রামবাসীর ওপড় নির্যাতন ও লুটপাট চালায়। ব্রাশফায়ার করে ৫২ জনকে হত্যা করা হয়। বর্তমান সরকার বীরাঙ্গনাদের স্বীকৃতি দেয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আজ তাদের সংবর্ধনা দিলাম।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //