বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের অফিসে চুরি

বাগেরহাট শহরের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় এখনো পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ক্লোজ সার্টিক (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, রবিবার রাতের কোন এক সময় চোররা অফিসের নিচতলার তিনটি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। কাগজপত্র তছনছ করে এবং আলমারি ভাঙচুর করে। একটি ল্যাপটপ নিয়ে যায়। পরের দিন সকালে এসে আমরা সিসি ক্যামেরায় মুখোশ পড়া একজনকে প্রবেশ করতে দেখতে পাই। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, সওজের অফিসে যারা চুরি করেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়াও শহরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি আমরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //