বাগেরহাটে সন্তানের বিরুদ্ধে মা-বাবার সংবাদ সম্মেলন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় সন্তানের বিচার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ বাবা মা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে শেখ আব্দুল মোমিন ও রিজিয়া দম্পত্তি  অভিযোগ করে বলেন, আমাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্পত্তির লোভে গত ২০ জানুয়ারি একমাত্র ছেলে মিঠু পুলিশ নিয়ে বসতবাড়ী থেকে বের করে দেয় তাদের। এরপর শীতের রাতে তারা ঘরের বাইরে থাকে। ওই সন্তানের অত্যাচার নির্যাতনের ভয়ে গত চার দিন ধরে নিজ বসত ঘরে যেতে পারেনি। এর আগেও প্রায় আমাদের ওপর অত্যাচার নির্যাতন করতো।

সংবাদ সম্মেলনে  কান্নাজড়িত কণ্ঠে ওই পিতা-মাতা আরো অভিযোগ করে বলেন,আমাদের প্রতিবেশি স্বপন-তপন গংদের প্রত্যক্ষ সহযোগীতায় আমার একমাত্র ছেলে মিঠু বেপরোয়া হয়ে উঠে। আমাদের বাড়িছাড়া করে সম্পত্তি দখল করে নিতে পায়তারা করছে। আমরা মিঠুর সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনাম বলেন, পুলিশের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //