পাবনায় সাম্প্রতিক দেশকালের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ভিডিও)

দেশের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পাবনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এক আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো চিফ উৎপল মীর্জা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) ইবনে মিজান। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাম্প্রতিক দেশকালের পাবনা প্রতিনিধি ফজলুল হক।

বক্তারা এ সময় সাম্প্রতিক দেশকালের সময়োপযোগী, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতে আরো বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন। 

সাম্প্রতিক দেশকালের মফস্বল সম্পাদক মাহমুদ সালেহীনের সভাপতিত্বে এবং একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এমএস ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, সাম্প্রতিক দেশকালের সার্কুলেশন ম্যানেজার আলমগীর হোসেন, দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, বার্তা সম্পাদক মাহাতাব উদ্দিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুখ হোসেন চৌধুরী, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এম. মনিরুজ্জামান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, আরটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, আবুল কালাম আজাদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিক আল কামাল, সংগ্রামের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, নিউজ পাবনার সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব, ডেইলি পাবনার সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক এ যুগের দীপের বার্তা সম্পাদক নবী নেওয়াজ ও সাম্প্রতিক দেশকালের নাটোর জেলা প্রতিনিধি এম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট আলী আমজাদ কাদেরী সিপার। 

এছাড়াও, অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পাবনা পৌর ১৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হিরোক, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ, জাইদুল, সোহেল, আজমত,হেলাল, মিজান, মামুন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //