সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভৌমিক উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। আদালতের সরকারি পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদর মেয়ে স্বপ্না রানীর সঙ্গে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের।

বিয়ের সময় যৌতুক হিসাবে একলক্ষ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেওয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক।

এ ঘটনায় নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামীর সপরিবারে পলাতক রয়েছেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে বুধবার বিচারক এ রায় দেন।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //