করোনা মোকাবেলায় বারুণী মেলায় স্নানযাত্রা বন্ধ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস ও জাদুকাঁটা নদীর তীরবর্তী বারুণী মেলায় স্নানযাত্রা উৎসব বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের সাহিদাবাদে হযরত শাহ আরেফিনের (রহ.) আস্তানায় চলতি বছর ২১ হতে ২৩ মার্চ তিন দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও রাজারগাঁও শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাঁটা নদীতে একই সময়ে গঙ্গাস্নানযাত্রা মহোৎসব এবং বারুণী মেলা হওয়ার কথা ছিলো।

প্রাচীন রীতি অনুযায়ী, প্রায় ৭০০ বছরের অধিক সময় ধরে তাহিরপুরে একই সময়ে তিন দিন ব্যাপী ওরস ও গঙ্গা স্নানযাত্রা মহোৎসব চলে আসছে।

এতে দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থী, ভক্ত, পূণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটে। তবে প্রথম বারের মতো করোনাভাইরাস ঝুঁকি এড়াতে উৎসব দুটি সর্বসম্মতিক্রমে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার এ সংক্রান্ত এক জরুরী সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

সভায় ওরস ও স্নানযাত্রা মহোৎসবে বিদেশি অতিথি আগমন নিরুৎসাহিতকরণ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে পত্র প্রেরণসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কয়েক লাখ দেশি-বিদেশি মানুষজনের গণজমায়েত রোধ ও করোনাভাইরাস মোকাবেলায় দুই ধর্মের প্রতিনিধিরাই মূলত ওই দুটি উৎসব বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল প্রমুখ।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //