কুড়িগ্রামে বিদেশ ফেরত ৫৪০ হলেও কোয়ারেন্টিনে ৪২

কুড়িগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫৪০ জন বিদেশ ফেরত বাংলাদেশির তালিকা থাকলেও হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪২ জন।

এদের মধ্যে ৭ জনের ১৪ দিনের কোয়ারেন্টিন মেয়াদ শেষ হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না পাওয়ায় চিকিৎসা বিভাগ তাদের স্বাভাবিক চলাফেরার অনুমতি দিয়েছে।

ইতালি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৫৪০ জন প্রবাসী বাংলাদেশি জেলার ৯ উপজেলার বিভিন্ন উপজেলায় ফিরে এসেছেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, বিদেশ ফেরত বাংলাদেশিদের দেশে ফেরার পর অনেকেই বিভিন্ন এলাকায় চলে গেছেন। তবে আমরা তাদের সকলকে সনাক্ত করে হোম কোয়ারেন্টিনে নিতে পুলিশসহ প্রশাসনের সহায়তায় মাঠে কাজ শুরু করেছি।
 
তিনি আরো জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //